Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র
বিস্তারিত

চট্টগ্রাম জেলার  বাঁশখালী উপজেলার অন্র্তরগত ১২নং ছনুয়া ইউনিয়নে মনুমিয়াজি বাজারের দক্ষিণে আম্রয় কেন্দ্রটি অবস্থিত। এই ইউনিয়নে দুটি আশ্রয় কেন্দ্র রয়েছে।ইফাদ নামে এক সংস্থা এই কেন্দ্রগুলি স্থাপন করেন ১৯৯৭সালে। বর্তমানে এই কেন্দ্রগুলো রেড়ক্রিসেনের অধিনে পরিচালিত হয়। আশ্রয় কেন্দ্রগুলো থাকায়  এ গ্রামের জনগণ দূর্যোগের সময় আশ্রয় নিতে পারে। আশ্রয় কেন্দ্রগুলো ছনুয়া ইউনিয়নের ৪নংও ৮নং ওয়ার্ড়ে ‍অবস্থিত।আশ্রয় কেন্দ্র গুলোর ভবন তিন তলা,  সমতল মাটি থেকে প্রায় ১০ফুট উচু।